Loading video

Indian Railways: বন্দে ভারতের গতিতে এগিয়েছে ভারতীয় রেল, এখনও স্টিম ইঞ্জিনের যুগে ‘আটকে’ পাকিস্তান-বাংলাদেশ!

Mar 23, 2025 | 11:40 AM

India Vs Pakistan-Bangladesh: আমাদের দেশ ভারত আমাদের প্রতিবেশি পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে, জানেন কী?

ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফলাইন। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বড়লোক মানুষ, সকলেই ট্রেনে চড়েন। আবার অনেক মানুষ রয়েছেন যাঁরা রীতিমতো ট্রেনে চড়তে ভালবাসেন। কিন্তু আমাদের দেশের রেল পরিষেবা নিয়ে আমরা অনেক সময় অনেক অভাব অভিযোগের কথা জানিয়ে থাকি। কিন্তু আমাদের দেশ আমাদের প্রতিবেশি পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে, জানেন কী?

ভারতীয় রেল পরিকাঠামো গত দিক দিয়ে পাকিস্তান বা বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। একই ভাবে ভারতীয় রেল সাব-আর্বান ও গ্রামীণ এলাকায় লোকাল ট্রেন পরিষেবা দিয়ে থাকে। ফলে সেই সব এলাকায় অনেক কম খরচে সাধারণ মানুষ যাওয়া আসা করতে পারে। এই ধরণের সুবিধা পাকিস্তান বা বাংলাদেশে অনেক কম। ফলে উন্নতি প্রযুক্তি সব সমস্ত বিষয় যদি দেখা হয়, তবে প্রতিবেশী ২ দেশের তুলনায় কয়েক যোজন এগিয়ে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ।