Rajnath Singh: ‘ভারতমায়ের সিঁদুরে হাত দেওয়ার জবাব পেয়েছে সন্ত্রাসীরা’

| Edited By: সোমনাথ মিত্র

May 11, 2025 | 8:08 PM

‘অপারেশন সিঁদুর কেবল একটা সামরিক অভিযান নয়,জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলী ইচ্ছেশক্তির প্রতীকও ৷ ভারতীয় সেনাবাহিনী যেভাবে সীমান্তের কাছাকাছি পাকিস্তানি সেনাঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে, তাতে রাওয়ালপিন্ডিও তাদের শক্তি টের পেয়েছে ৷ আমাদের সেনা দেশ-বিরোধী বাহিনী এবং জঙ্গিদের সাজা দিয়েছে ৷ যে আতঙ্কবাদীরা ভারতমাতার মাথায় আক্রমণ করে সিঁদুর মুছে ফেলেছে, তাদের জবাব দিয়েছে অপারেশন […]

‘অপারেশন সিঁদুর কেবল একটা সামরিক অভিযান নয়,জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ভারতের রাজনৈতিক, সামাজিক ও কৌশলী ইচ্ছেশক্তির প্রতীকও ৷ ভারতীয় সেনাবাহিনী যেভাবে সীমান্তের কাছাকাছি পাকিস্তানি সেনাঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে, তাতে রাওয়ালপিন্ডিও তাদের শক্তি টের পেয়েছে ৷ আমাদের সেনা দেশ-বিরোধী বাহিনী এবং জঙ্গিদের সাজা দিয়েছে ৷ যে আতঙ্কবাদীরা ভারতমাতার মাথায় আক্রমণ করে সিঁদুর মুছে ফেলেছে, তাদের জবাব দিয়েছে অপারেশন সিঁদুর’,ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রবিবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ব্রহ্মস-এর প্রশংসা করতে গিয়ে রাজনাথ বলেন, ‘ব্রহ্মস কেবল অস্ত্র নয়, এটি ভারতীয় সেনার শক্তি। শত্রুদের প্রতিরোধ এবং সীমান্ত রক্ষার অঙ্গীকারই হল ব্রহ্মস।’ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘পাকিস্তান নিরীহ ভারতীয় নাগরিকদের আক্রমণের পাশাপাশি বহু মন্দির, গুরুদ্বার এবং গির্জাগুলিতে হামলা চালিয়েছে।’ আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো