Big Bull Investors: মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!

Feb 22, 2025 | 8:55 PM

Indian Market: ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার হারিয়েছে প্রায় ৬ হাজার ৯১৯ কোটি টাকা। যা নাকি তাঁদের ১১ শতাংশ সম্পত্তির সমান। আর এই বাজারেও লাভের মুখ দেখেছে রাধাকিষাণ দামানি।

১ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার হারিয়েছে প্রায় ৬ হাজার ৯১৯ কোটি টাকা। যা নাকি তাঁদের ১১ শতাংশ সম্পত্তির সমান। আর এই বাজারেও লাভের মুখ দেখেছে রাধাকিষাণ দামানি।

গত ৬ মাসে শেয়ার বাজারে পতন দেখেছে বিনিয়োগকারীরা। ক্ষতি হয়েছে আমার, আপনার মতো খুচরো বিনিয়োগকারীদের। কিন্তু যাঁরা এই বাজারের ‘বড় খেলোয়াড়’, তাদের পোর্টফোলিওর কী অবস্থা হয়েছে জানেন? দালাল স্ট্রিটের উল্লেখযোগ্য বিনিয়োগকারীদের পোর্টফোলিও নেমেছে ১৮ শতাংশ পর্যন্ত।