যে কোনও সময় আসতে পারে সুখবর, হাসপাতালে দীপিকা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 07, 2024 | 11:39 PM

শুক্রবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়কের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং-সহ তাঁদের গোটা পরিবার৷ পুজো দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালের বাইরে দেখা গেল নায়িকার গাড়ি। বলিসূত্রে খবর ইতিমধ্যে হাসপাতালে ভর্তিও করানো হয়েছে নায়িকাকে। অন্দরের ফিসফাস গণেশ চতুর্থীর শুভ লগ্নেই সিং এবং পাড়ুকোন পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এ দিন নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁর মা-ও।

সুখবরের অপেক্ষা

শুক্রবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়কের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং-সহ তাঁদের গোটা পরিবার৷ পুজো দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালের বাইরে দেখা গেল নায়িকার গাড়ি। বলিসূত্রে খবর ইতিমধ্যে হাসপাতালে ভর্তিও করানো হয়েছে নায়িকাকে। অন্দরের ফিসফাস গণেশ চতুর্থীর শুভ লগ্নেই সিং এবং পাড়ুকোন পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এ দিন নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁর মা-ও।

নীলাঞ্জনার পুজো
অতীতে যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্তকে গণেশ পুজোতে বরাবর একসঙ্গে পাওয়া যেত। পুজোর পরদিন প্রতিমা ভাসান দিতেও যেতেন নায়ক। সঙ্গে থাকতেন নীলাঞ্জনা আর তাঁর দুই মেয়ে। এবার নীলাঞ্জনা গণপতির ছবি দিয়ে লিখেছেন, ‘প্রার্থনা করি ঈশ্বর যাতে সকলের জীবনের বিভিন্ন বাধা কাটিয়ে দেন।’ আর সেই পুজোতে দেখা গেল না যিশুকে।

অসুস্থ সুলতানা
‘দস্তক’, ‘চেতনা’ সহ আরও বহু সিনেমা উপহার দিয়েছিলেন যিনি, সেই রেহানা সুলতানা গত বেশ কয়েক বছর ধরে লাইম লাইট থেকে দূরে ছিলেন শারীরিক অসুস্থতার কারণে। তবে সম্প্রতি অভিনেত্রী এতটাই স্বাস্থ্যের অবনতি হয় যে জরুরী পরিস্থিতিতে কার্ডিয়াক সার্জারির প্রয়োজন হয়। আর্থিক সাহায্য চেয়ে পোস্ট বলিউড অভিনেতাদের।

অনন্যার পুজো
দ্য কল মি বে অভিনেতা অনন্যা পাণ্ডে তাঁর ইনস্টাগ্রামে গণপতি মূর্তি বাড়িতে আনার সময় তার পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের সঙ্গে দেখা গিয়েছিল অনন্যাকে। সকলেই হাতজোড় করে হাসছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়িতে স্বাগত বাপ্পা’।

ট্রোলের জবাব মধুমিতার
ট্রোলারদের সপাট জবাব দিলেন মধুমিতা সরকার। লিখলেন, ‘আমি ডিভোর্সি, সেই জন্য কেন কোনও ডিভোর্সি মেয়ে যজ্ঞ করছে। তার মানে পুজোও করতে পারব না। আর যদি পুজো করি, তুমি যেহেতু অভিনেতা, তাই এসবই লোক দেখানো।’

অম্বানিদের পুজো
আম্বানি পরিবার প্রতি বছর বড় আকারে গণেশ চতুর্থী উদযাপন করে। এই বছর ‘অ্যান্টিলা চা রাজা’কে ধুমধাম করে বরণ করে নিয়েছে পরিবার। প্রতিবারের মতই এবারও তাঁদের পুজোয় নামল বলিউডের ঢল।

 

প্রেমেই রয়েছেন তাঁরা

উত্তাল সময়, অশান্ত পরিবেশ। তার মধ্যেও নিজেদের মতো করে ভাল থাকার চেষ্টা করছেন ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্ত, তন্বী লাহা রায়। গণেশ চতুর্থী উদ্‌যাপনে অভিনেত্রীর জামাইবাবুর বাড়িতে প্রথম একসঙ্গে ধরা দিলেন তাঁরা। শুধুই প্রেমে নয়, ফ্রেমেও একসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা।
মেরি কমের প্রস্তাব রানিকে
‘মেরি কম’ ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না প্রিয়ঙ্কা চোপড়া। ভারতীয় বক্সারের জীবনীচিত্র ‘মেরি কম’ ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। মেরি কমের চরিত্রে অভিনয় করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। পরিচালক ওমাং কুমার রানির সঙ্গে ছবি প্রসঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেন। তবে শেষ মুহূর্তে সরে আসেন রানি।

প্রতিবাদী বার্তা অপরাজিতার
মুম্বই গিয়ে একটি সমস্যায় পড়েছিলেন। তবে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে বিশেষ সময় লাগেনি। তখনই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজের হাতে গণেশমূর্তি গড়বেন। সেই ভাবনা অনুযায়ী এ বছর নিজের হাতে মূর্তি গড়ে গণেশের আরাধানা করছেন অপরাজিত আঢ্য। সেই গণেশমূর্তিকেই প্রতিবাদের মাধ্যম করে তুলেছেন তিনি।