Imran Khan: সেটের আগুনে ঝলসে গেল ইমরানের …
বলিউডের নায়করা অনেকেই এখন নিজেদের স্টান্ট নিজেরাই করেন। ডামি নেন না তাঁরা। তবে এরকম করতে গিয়ে সম্প্রতি এক বিপদজনক ঘটনার মুখোমুখি হলেন নায়ক ইমরান খান। বলিউডে পা রাখার পর তাঁর অভিনয় ও রূপে মুগ্ধ হন হাজার হাজার মহিলা ভক্ত। মাঝে কিছুদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। এবার 'লাক' ছবি দিয়ে কাম ব্যাক করছেন ইমরান।
বলিউডের নায়করা অনেকেই এখন নিজেদের স্টান্ট নিজেরাই করেন। ডামি নেন না তাঁরা। তবে এরকম করতে গিয়ে সম্প্রতি এক বিপদজনক ঘটনার মুখোমুখি হলেন নায়ক ইমরান খান। বলিউডে পা রাখার পর তাঁর অভিনয় ও রূপে মুগ্ধ হন হাজার হাজার মহিলা ভক্ত। মাঝে কিছুদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। এবার ‘লাক’ ছবি দিয়ে কাম ব্যাক করছেন ইমরান।
সেই ছবির একটি অ্যাকশন সিনের শুট চলাকালীন ভয়ানক পরিস্থিতিতে পড়েন ইমরান। নিজের সোশাল মিডিয়ায় সেই দৃশ্য শেয়ারও করেন তিনি। সেটে জ্বলছিল দাউ দাউ করে আগুন। মাথার উপরের ছাতা রোদ থেকে রক্ষা করছিল। কিন্তু পায়ের তলার আগুন থেকে বাঁচাবে কে। সেই মুহূর্তেই সেটে একটি বিস্ফোরণের দৃশ্য ছিল। সেই বিস্ফোরণ হতেই আগুন চলে আসে ইমরানের চোখের কাছাকাছি। আগুনের হলকায় পুড়ে যায় তাঁর চোখের পাতা।