Jalandhar Fridge Blast: বিস্ফোরণের বিপদ সঙ্কেত দেয় ফ্রিজ
Refrigerator Explodes: জলন্ধরে রেফ্রিজারেটর বিস্ফোরণে ৫ জন নিহত হন। ৭ মাসের পুরনো ফ্রিজ ফেটে ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। হঠাৎ করে এমন ঘটনা ঘটে না। এর আগে কিছু ইঙ্গিত দেয় রেফ্রিজারেটর। কীভাবে বুঝবেন সেই সব লক্ষণ?
জলন্ধরে রেফ্রিজারেটর বিস্ফোরণে ৫ জন নিহত হন। ৭ মাসের পুরনো ফ্রিজ ফেটে ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। হঠাৎ করে এমন ঘটনা ঘটে না। এর আগে কিছু ইঙ্গিত দেয় রেফ্রিজারেটর। কীভাবে বুঝবেন সেই সব লক্ষণ? হঠাৎ শব্দ করতে শুরু করে রেফ্রিজারেটর। ঠিকমতো ঠান্ডা হয় না ফ্রিজ। কম্প্রেসার থেকেও মৃদু শব্দ আসা শুরু হয়।
বিস্ফোরণের আগে রেফ্রিজারেটরের পিছনের দিক উত্তপ্ত হয়ে ওঠে। তাতে বিকল হয় কম্প্রেসার। বিগড়ে যাওয়া কম্প্রেসার হঠাৎ আগুন ধরিয়ে দেয় রেফ্রিজারেটরে। বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে সশব্দে হয় বিস্ফোরণ। এই সমস্ত লক্ষণের কোন একটি দেখা দিলেই সাবধান। সঙ্গে সঙ্গে বন্ধ করুন ফ্রিজের বৈদ্যুতিক যোগাযোগ। কোন সার্টিফায়েড টেকনিশিয়ান দেখিয়ে ফ্রিজটি পরীক্ষা করান। দ্রুত সারিয়ে নিন আপনার রেফ্রিজারেটর। তাহলেই এড়ানো যাবে বিস্ফোরণের বিপদ।
Latest Videos