Snake Viral Video: বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম সাপ দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Snake Viral Video: বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম সাপ দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 29, 2023 | 7:03 PM

এই সাপটি একটি ‘রেটিকুলেটেড পাইথন’ যদিও অ্যানাকন্ডাকে তার আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় সাপ হিসেবে ধরা হয়। এই জালিকাযুক্ত অজগর সাপটিও কোনও অংশে কম যায় না

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজ়েনদর মনে রীতিমতো ভয় ধরে গিয়েছে। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে,সেখানে দাবি করা হয়েছে এটিই বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম সাপ। এই সাপটি একটি ‘রেটিকুলেটেড পাইথন’ যদিও অ্যানাকন্ডাকে তার আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় সাপ হিসেবে ধরা হয়। এই জালিকাযুক্ত অজগর সাপটিও কোনও অংশে কম যায় না। এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করা যায়নি। এই সাপটি আকারে এতটাই বড় যে,তা অ্যানাকন্ডা ছবির সাপকেও হার মানাতে পারে। টুইটারে সায়েন্স গার্ল নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে,’এই রেটিকুলেটেড বা জালিকাযুক্ত অজগর,দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অজগর প্রজাতি। এটি বিশ্বের দীর্ঘতম সাপ’। এই ঘটনাটি কোথায় ঘটেছিল,সাপটি কোথাকার,সেই সব তথ্যগুলি এখনও পর্যন্ত জানা যায়নি। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপটি এক ঘর থেকে আর একটি ঘরে যাচ্ছে। সেই ছোট্ট দূরত্ব অতিক্রম করতেই অনেকটা সময় নিয়ে নিচ্ছে ওই সাপটি।