Rinku Singh KKR: ঝাড়ুদারের কাজ পাওয়া রিঙ্কুই কলকাতা নাইট রাইডার্সের ভরসা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 01, 2023 | 2:44 PM

পরিবারে অভাব অনটন দেখে একটা সময় রিঙ্কু ক্রিকেটার হওয়ার স্বপ্নও ত্যাগ করতে বসেছিলেন। দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে হিমশিম খেত রিঙ্কুর পরিবার। একটা সময় ক্রিকেটের কথা না ভেবে কাজ খুঁজতে গিয়েছিলেন রিঙ্কু

ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি আলাদা ঝোঁক ছিল রিঙ্কুর। স্কুলে পড়াকালীনই রিঙ্কু ক্রিকেটে অনেকটা সময় দিতেন। সেই সময় বাবার থেকে ক্রিকেট খেলার জন্য মারও জুটত রিঙ্কুর। অনেক সময় তাঁর বাবা বাড়ির সামনে তাঁর জন্য অপেক্ষা করতেন লাঠি হাতে নিয়ে। বাবার কাছে মার খাওয়া থেকে মাঝে মধ্যে রিঙ্কুকে বাঁচিয়ে নিতেন তাঁর দাদা। রিঙ্কুর ক্রিকেটার হয়ে ওঠার পথটা খুব একটা মসৃণ ছিল না। তাঁর পরিবারের আর্থিক অবস্থা সচ্ছ্বল ছিল না। রিঙ্কুর বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। পরিবারে অভাব অনটন দেখে একটা সময় রিঙ্কু ক্রিকেটার হওয়ার স্বপ্নও ত্যাগ করতে বসেছিলেন। দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে হিমশিম খেত রিঙ্কুর পরিবার। একটা সময় ক্রিকেটের কথা না ভেবে কাজ খুঁজতে গিয়েছিলেন রিঙ্কু। সেখানে তাঁকে জানানো হয়েছিল বাড়ির কাজ করতে হবে। ঘর মুছতে হবে,ঝাঁট দিতে হবে। এই কাজ মেনে নিতে পারেননি রিঙ্কু। বাড়ি ফিরে মাকে জানান ক্রিকেটেই নিজের ভাগ্য পরীক্ষা করতে চান তিনি। ধীরে ধীরে রিঙ্কুর ভাগ্যের চাকা ঘোরে। ২০১২ সালে স্কুলের এক টুর্নামেন্টে রিঙ্কু বাইক জিতেছিলেন। তিনি সেই বাইকের চাবি তুলে দিয়েছিলেন তাঁর বাবার হাতে। কারণ তাঁর বাবাকে বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার পৌঁছে দিতে হত। ২০১৪ সালে উত্তরপ্রদেশের হয়ে লিস্ট এ-তে ডেবিউ হয় রিঙ্কুর। বছর দু’য়েক পরে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০১৭ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাব ১০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছিল। এরপর ২০১৮ সালে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে দলে নেয়। গত মরসুমে তিনি সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন। এ বার দেখার আইপিএল-১৬-তে সুযোগ পেলে রিঙ্কু কেমন পারফর্ম করেন।