IPL 2025, RR v CSK: রাজস্থানের চমক বৈভব…, চেন্নাইয়ে চাপে স্যাম কারান

Mar 30, 2025 | 3:36 PM

IPL 2025: মেগা অকশনের পর প্রতিটা দলেই অনেকটা করে পরিবর্তন হয়েছে। ফলে এবারের আইপিএলে অ্যাডভান্টেজ কেউ নেই।

আজ বর্ষাপাড়া স্টেডিয়ামে শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের। সেখানে চেন্নাইয়ের বিরুদ্ধে নামতে চলেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। রাজস্থান আজ হেরে গেলেও, সেটা একটা খারাপ দিন হিসেবেই বিবেচ্য হবে। তবে মেগা অকশনের পর প্রতিটা দলেই অনেকটা করে পরিবর্তন হয়েছে। ফলে এবারের আইপিএলে অ্যাডভান্টেজ কেউ নেই।