Saif Ali Khan: নিজের আন্ডারওয়্যার দিলেন সইফ আলি
৯০ দশকের বিখ্যাত থিয়েটার শিল্পী জাকির হুসেন। বড় পর্দায় তিনি প্রথম সুযোগ পান 'এক হাসিনা থি' ছবিতে। খুব কম সময় তিনি স্ক্রিনে থাকলেও ছাপ ফেলেন দর্শকদের মনে। পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবি করার পরেই জাকিরের কাছে রামগোপাল বর্মার ফোন আসে।
৯০ দশকের বিখ্যাত থিয়েটার শিল্পী জাকির হুসেন। বড় পর্দায় তিনি প্রথম সুযোগ পান ‘এক হাসিনা থি’ ছবিতে। খুব কম সময় তিনি স্ক্রিনে থাকলেও ছাপ ফেলেন দর্শকদের মনে। পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবি করার পরেই জাকিরের কাছে রামগোপাল বর্মার ফোন আসে। তিনি সুযোগ পান ‘সরকার’ ছবিতে। ‘এক হাসিনা থি’ মূলত সইফ আলি খান ও উর্মিলা মাতন্ডকরের ছবি হলেও তাঁদের মাঝেই নজর কাড়েন জাকির। ছবিতে দুটি সিন ছিল জাকিরের।
একটিতে সাইফের সঙ্গে সংলাপ। অন্যটি উর্মিলার সঙ্গে। সেই দৃশ্যে উর্মিলা তাঁকে খুন করেন। দ্বিতীয় দৃশ্যের শুটিংয়ের দিন জাকির একটি ট্রাক প্যান্ট এবং টি শার্ট পরেছিলেন। সইফ পরিচালককে পরামর্শ দেন ওই দৃশ্যে জাকির বিনা পোশাকে থাকলে ভাল হয়। জাকিরের নিজস্ব একটি আন্ডারওয়ার ছিল। সাইফ আলি নিজের একটি নতুন আন্ডারওয়্যার তাঁকে দেন। সিনটির শুটিং হয় সেই আন্ডারওয়্যার পরেই।