Salman Khan Gossip: আজও তাঁর অপেক্ষায় সলমন

| Edited By: Tapasi Dutta

Nov 25, 2023 | 7:40 PM

সলমন খানের বয়স ৫৭ । এখনও অবিবাহিত তিনি। তাঁর জীবনে প্রেম বারবার এসেছিল। তবু কেন সিঙ্গল সলমন? তবু কেন এখনও তিনি ভাবেন কেউ একজন আসবে যার সঙ্গে সংসার পাতবেন। উত্তর দিয়েছেন ভাইজান নিজেই। কেন বিয়ে হয়নি সে প্রসঙ্গে সল্লু ভাই বলছেন দোষ তাঁরই। এক জনপ্রিয় শোয়ে সলমন খানের সে কথা শুনে আবেগে ভেসেছেন সবাই।

সলমন খানের বয়স ৫৭ । এখনও অবিবাহিত তিনি। তাঁর জীবনে প্রেম বারবার এসেছিল। তবু কেন সিঙ্গল সলমন? তবু কেন এখনও তিনি ভাবেন কেউ একজন আসবে যার সঙ্গে সংসার পাতবেন। উত্তর দিয়েছেন ভাইজান নিজেই। কেন বিয়ে হয়নি সে প্রসঙ্গে সল্লু ভাই বলছেন দোষ তাঁরই। এক জনপ্রিয় শোয়ে সলমন খানের সে কথা শুনে আবেগে ভেসেছেন সবাই।

ভাইজানের চোখও চিকচিক করে ওঠে। সলমন বলেন প্রথম প্রেম ভেঙে যাওয়ায় মনে হয় দোষ ছিল প্রেমিকার। ২য় ও ৩য় প্রেম ভাঙ্গার সময়ও সলমন দায় চাপান প্রেমিকার ওপরে। ৪র্থ প্রেম ভাঙতেই খটকা লাগে সলমনের। তাঁর মনে হয় তাঁর ভুলেই ছেড়ে চলে যাচ্ছেন প্রেমিকারা। নিশ্চয়ই তাঁর মধ্যেই আছে কোনও গলদ। তাঁর প্রেমিকারা ছিলেন এক একজন অসামান্যা নারী। সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ ছিলেন সলমনের প্রেমিকা। এখন বিদেশিনী লুলিয়া ভান্তুরের সঙ্গে সলমন সম্পর্কে আছেন। এই সম্পর্কের কী হয় সেটাই দেখার।