Accident: ২ মাস ধরে বাড়ি ফেরে না, ছেলেকে খুঁজতে এসে মর্মান্তিক পরিণতি মায়ের
Sec-V Accident: ছেলের খোঁজে সোদপুর থেকে সল্টলেকের সেক্টর-ফাইভে এসেছিলেন বৃদ্ধ মা-বাবা। ছেলেকে খুঁজতে এসে মর্মান্তিক পরিণতি হল মায়ের। বাসের চাকার তলায় পিষে গেলেন মা। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে বুধবার এই দুর্ঘটনা ঘটে।
দুই মাস ধরে ছেলে বাড়ি ফিরছে না। জানতেন, কাজ করে সেক্টর ফাইভে। সেই জন্যই ছেলের খোঁজে সোদপুর থেকে সল্টলেকের সেক্টর-ফাইভে এসেছিলেন বৃদ্ধ মা-বাবা। ছেলেকে খুঁজতে এসে মর্মান্তিক পরিণতি হল মায়ের। বাসের চাকার তলায় পিষে গেলেন মা। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে বুধবার এই দুর্ঘটনা ঘটে। মৃতার নাম আরতী দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১৫ নম্বর রুটের একটি বাস হাওড়া থেকে মহিষবাথানের দিকে যাচ্ছিল। সে সময়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ের সামনে বামদিকে মোড় নেওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে ধাক্কা মারে। চাকার তলায় চলে যান বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Published on: Nov 26, 2025 06:14 PM