Sandy Saha: তাইল্যান্ডে হলুদ রঙের ম্যাক্সিতে সমুদ্রতীরে স্যান্ডি সাহা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jan 22, 2024 | 11:40 PM

তাইল্যান্ডের সমুদ্র সৈকত ফিফিতে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার স্যান্ডি সাহা। সেখানেও তিনি পরেছিলেন একটি ম্যাক্সি। হলুদ রঙের ম্যাক্সি পরে সমুদ্রের ধারে 'কহো না পেয়ার হ্যায়'-এর ছন্দে নাচেন স্যান্ডি। ট্রোল করা পাশাপাশি তাঁকে এক নেটিজ়েন লিখেছেন, "ম্যাক্সি তো এখন আন্তর্জাতিক পোশাক হয়ে গেল..."

রামমন্দির প্রাঙ্গণে তারকার মেলা
সোমবার, ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে সেজে উঠেছিল গোটা অযোধ্যা। বিশেষ নিমন্ত্রণ পেয়ে অযোধ্যায় এ দিন উপস্থিত হতে দেখা গেল অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ, রজনীকান্ত, কঙ্গনা রানাওয়াত, রাম চরণ প্রমুখদের। সকলেই দীর্ঘক্ষণ বসে দেখলেন পুজো। শুনলেন বিভিন্ন বিশিষ্ঠজনেরদের বক্তৃতা।

ট্রেন্ড করছেন রণবীর কাপুর
কোনওদিনও ধুতি পরে সকলের সামনে আসেননি বলিউড অভিনেতা রণবীর কাপুর। রাম মন্দিরের উদ্বোধনে তাঁকে দেখা গেল ধুতি পরে। সেই লুক ট্রেন্ড করন এক্স হ্যান্ডেল-এ। তাঁকে ধুতি পরতে দেখে দেশের বহু তরুণ ধুতি পরার ইচ্ছাপ্রকাশ করেছেন।

অস্বস্তিতে ক্যাটরিনা?
রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত হতে দেখা যায় রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। একই সঙ্গে এ দিন অযোধ্যায় আসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সামনে প্রাক্তন প্রেমিক রণবীর ও আলিয়ায় গল্পে মত্ত। পিছন আসনে বসে ক্যাটরিনা চুপ। ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ার প্রশ্ন, ‘তবে কি মন খারাপ ক্যাটের?’

হাসপাতালে ভর্তি সইফ আলি খান
সোমবার সকাল ৮টা নাগাদ হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা সইফ আলি খান। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। কাঁধও নাকি ভেঙেছেন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি সইফ। সকাল থেকেই তাঁর সঙ্গে হাসপাতালে আছেন স্ত্রী করিনা কাপুর খান।

স্মৃতিতে ডুব অমিতাভের
অমিতাভ বচ্চন ব্লগে হঠাৎই শেয়ার করে বসলেন বহু পুরোনো এক ছবি। যেখানে দেখা গেল রাজ কাপুর, রেখার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবি শেয়ার করে বিগ বি লিখলেন, ‘অনেক গল্প রয়েছে এই ছবির পিছনে।’ পরে কোনও একদিন সেই গল্প করব। তবে বহুদিন পর অমিতাভের স্মৃতিতে রেখা দেখে নেটদুনিয়ায় আরও একবার গুঞ্জন তুঙ্গে।

বাংলা বলতে অস্বীকার
‘বাংলাটা ঠিক আসে না’– এ কথা শর্মিলা ঠাকুরের চরম শত্রুও বলবে না। অথচ যে দেশের সবটাই ‘বাংলা’, নামটাই বাংলাদেশ, সেই দেশে গিয়ে কেন বাংলা বলতে চাইলেন না শর্মিলা? বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে শর্মিলাকে বাংলা বলার অন্য অনুরোধ করা হলে তাঁর সাফ জবাব, “এখানে বাংলা কেন বলতে যাব! আমি তো বাংলা বলি সবসময়। কিন্তু, এটা তো একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনেক বিদেশের মানুষ আছেন। সুতরাং, আমার মনে হয় ইংরেজিটা একদম ঠিক হবে।”

দরাজ সার্টিফিকেট
ফুটবলার প্রবীর দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী গীতশ্রী রায়। প্রবীর ডিভোর্সি, তাতে কী? ফুটবলারকে দরাজ সার্টিফিকেট দিলেন অভিনেত্রীর ভাই। হাসতে-হাসতে তাঁর বক্তব্য, “দিদির জীবনে কী করে যে একটা বলিউড-মার্কা প্রেম হয়ে গেল, বুঝতে পারলাম না।”

যজ্ঞ করে বিপাকে
রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার ঠিক আগে বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করে ব্যাপক ট্রোল্ড হলেন উরফি জাভেদ। মুসলিম ধর্মাবলম্বী হয়েও হিন্দু উপাচার! মেনে নিতে পারলেন না অনেকেই। অনেকের মতে, অতীতে ছোট পোশাক পরার কারণে হিন্দু সংগঠনের রোষের মুখে পড়ার কারণে, এ নিছকই উরফির পাব্লিসিটি স্টান্ট!

ম্যাক্সি পরে তাইল্যান্ডে স্যান্ডি
তাইল্যান্ডের সমুদ্র সৈকত ফিফিতে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার স্যান্ডি সাহা। সেখানেও তিনি পরেছিলেন একটি ম্যাক্সি। হলুদ রঙের ম্যাক্সি পরে সমুদ্রের ধারে ‘কহো না পেয়ার হ্যায়’-এর ছন্দে নাচেন স্যান্ডি। ট্রোল করা পাশাপাশি তাঁকে এক নেটিজ়েন লিখেছেন, “ম্যাক্সি তো এখন আন্তর্জাতিক পোশাক হয়ে গেল…”

Published on: Jan 22, 2024 11:39 PM
Ayodhya Ram Mandir: কীভাবে তৈরি হল অযোধ্যার রাম মন্দির?
Kangana Ranaut in Emergency: রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই সুখবর দিলেন কঙ্গনা
Ayodhya Ram Mandir: কীভাবে তৈরি হল অযোধ্যার রাম মন্দির?
Kangana Ranaut in Emergency: রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই সুখবর দিলেন কঙ্গনা