Sanjay Dutt Latest News: সঞ্জয় দত্ত কিনলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jul 02, 2023 | 1:10 PM

Sanjay Dutt: প্রফেশানাল ক্রিকেট দল কিনলেন সঞ্জু বাবা। না দেশের কোনও ক্রিকেট ফ্রাঞ্চাইজি নয়। জিম্বাবোয়ের আসন্ন টি১০ ক্রিকেট টুর্নামেন্টে টিম কিনলেন সঞ্জয় দত্ত।

এবার প্রফেশানাল ক্রিকেট দল কিনলেন সঞ্জু বাবা। না দেশের কোনও ক্রিকেট ফ্রাঞ্চাইজি নয়। জিম্বাবোয়ের আসন্ন টি১০ ক্রিকেট টুর্নামেন্টে টিম কিনলেন সঞ্জয় দত্ত। এরিজ গ্রুপ অফ কোম্পানির সোহম রায়ের সঙ্গে দল কিনলেন সঞ্জয় দত্ত। জিম অ্যাফ্রো টি১০ লিগে সঞ্জয়ের দলের নাম হারারে হ্যারিকেন্স। ১০ ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলবে ৫টি দল। কেপটাউন সাম্প আর্মি, ডারবান কলন্দর্স,বুলায়ো ব্রেভস, জোবার্গ লায়ন্স ও হারারে হ্যারিকেন্স। সঞ্জয়ের জিম্বাবোয়ে ক্রিকেটে আগ্রহ দেখে উচ্ছ্বসিত সে দেশের ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর। সঞ্জয় দত্তও দারুণ আনন্দিত জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে। সঞ্জয় বলছেন, ‘ভারতে ক্রিকেট ধর্ম, ভারতের নাগরিক হিসাবে বিশ্বের কোনে কোনে ক্রিকেটকে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। ‘ সঞ্জয়ের আশা হারারে হ্যারিকেন্স জিম অ্যাফ্রো টি১০ লিগে ভাল ফল করবে। আইপিএলে শাহরুখ খান, জুহি চাওলা যুক্ত কলকাতা নাইট রাইডার্সে। প্রীতি জিন্টা যুক্ত পঞ্জাবের দলের সঙ্গে। শিল্পা শেঠি যুক্ত ছিলেন রাজস্থান রয়্যালের সঙ্গে।