Bollywood Gossips: বাস্তবের করণ অর্জুন দুই খান
১৯৯৪ এর একটি বড় অ্যাওয়ার্ড শোয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতেন শাহরুখ খান। ওই মঞ্চে শাহরুখ খানের সঙ্গে ছিলেন অভিনেত্রী কাজলও। সবাইকে অবাক করে শাহরুখ খান সেই পুরস্কার দিয়ে দেন তাঁর বন্ধু সলমন খানকে।
১৯৯৪ এর একটি বড় অ্যাওয়ার্ড শোয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতেন শাহরুখ খান। ওই মঞ্চে শাহরুখ খানের সঙ্গে ছিলেন অভিনেত্রী কাজলও। সবাইকে অবাক করে শাহরুখ খান সেই পুরস্কার দিয়ে দেন তাঁর বন্ধু সলমন খানকে। শাহরুখ খান বলেন সলমন খানের আক্ষেপ তাঁকে কোনও পুরস্কার দেওয়া হয় না। সব পুরস্কার শাহরুখকেই দেওয়া হয়। তাই শাহরুখ খান সেই পুরস্কার সলমন খানকে উৎসর্গ করেন।
এসআরকের এই কথায় অঝোরে কেঁদে ফেলেন সলমন। দুইখানের সম্পর্ক আজও অটুট। শাহরুখের ছবি ‘পাঠান’ এ কেমিও চরিত্রে অভিনয় করেন সলমন। সলমনের ‘টাইগার থ্রি’তে কেমিও চরিত্রে থাকবেন শাহরুখ। শাহরুখের ছেলে মাদক কাণ্ডে জড়িয়ে মুম্বইয়ের আর্থার রোড জেলে ছিলেন ২০২১ এ। তখন শাহরুখের পাশে সর্বক্ষণ ছিলেন সলমন। ঠিক যেন বাস্তব জীবনের ‘করণ অর্জুন’।