Newzeland News: নিউজিল্যান্ডে মানুষের থেকে বেশি ভেড়ার সংখ্যা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 27, 2023 | 2:15 PM

নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যা বেড়েই চলেছে। নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা হয়েছে ২ কোটি ৫৩ লক্ষ। ভেড়ার সংখ্যা কমেছে নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫গুণের কম। ১৮৫০ সালে প্রথম ভেড়া গননা করা শুরু হয়। ভেড়ার সংখ্যা কমে যাওয়াতে বৃদ্ধি পেয়েছে চাষের খরচ। এখন নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যার অনেকটাই কমে গেছে অস্ট্রেলিয়ার থেকে। বর্তমানে অস্ট্রেলিয়ায় ভেড়ার সংখ্যা অনেকটাই বেশি

মানুষের থেকে বেড়ে যাচ্ছে ভেড়ার সংখ্যা। এমটাই ঘটেছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যা বেড়েই চলেছে। নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা হয়েছে ২ কোটি ৫৩ লক্ষ। ভেড়ার সংখ্যা কমেছে নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫গুণের কম। ১৮৫০ সালে প্রথম ভেড়া গননা করা শুরু হয়। ভেড়ার সংখ্যা কমে যাওয়াতে বৃদ্ধি পেয়েছে চাষের খরচ। এখন নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যার অনেকটাই কমে গেছে অস্ট্রেলিয়ার থেকে। বর্তমানে অস্ট্রেলিয়ায় ভেড়ার সংখ্যা অনেকটাই বেশি। প্রায় ৩গুণ বেশি ভেড়া আছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডের তুলনায়। সব থেকে বেশি ভেড়া আছে চিনে। কিন্তু চিনে মানুষের সংখ্যা বেশি ভেড়ার সংখ্যা থেকে। ১৪০ কোটি মানুষ থাকে চিনে। নিউজিল্যান্ডে বসবাস করে মাত্র ৫২ লক্ষ। জনসংখ্যা এবং ভেড়ার সংখ্যার অনুপাত দেখলে অবাক হবেন। ১৮৫০ সালে সব থেকে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ছিল পশম। পশম রপ্তানিতে অন্যতম দেশ ওয়েলিংটন। পশম রফতানির পরিমাণ ২০২২ সালে ছিল প্রায় ২৮.৪০ কোটি।

Road Safety: বাইক চালাচ্ছেন ইয়ারফোন লাগিয়ে! সাবধান
Ice Cream Side Effects: গরমে আইসক্রিম খাচ্ছেন? সাবধান!
Road Safety: বাইক চালাচ্ছেন ইয়ারফোন লাগিয়ে! সাবধান
Ice Cream Side Effects: গরমে আইসক্রিম খাচ্ছেন? সাবধান!