১০৩ বছরেও বুঝেছেন SIR কী, ভোট দিতে চান প্রিয়বালা

|

Nov 09, 2025 | 3:21 PM

SIR: বয়সের কারণে কানে কম শোনেন প্রিয়বালা। তবে ভোট কি, সেটা বোঝেন। যখন বিএলও গুলনেহার খাতুন এসআইআর ফর্ম তাঁর হাতে তুলে দেন, বৃদ্ধা বুঝতে পারেন যে এটা ভোটের কাগজ। ২০০২ সালের তালিকায় নাম রয়েছে বলে তাঁকে কোনও কাগজ দেখাতে হবে না।

সত্যি দীর্ঘজীবী প্রিয়বালা। ১৯২৩ সালে বাংলাদেশে জন্ম। বর্তমান বয়স ১০৩ বছর। প্রথমে খড়দহ, তারপর চুঁচুড়া কপিডাঙার বাসিন্দা হন তিনি। বর্তমানে ছেলে, বৌমা, নাতি-নাতনিদের নিয়ে সংসার। ২০০২ সালে ভোটার তালিকায় তাঁর নাম আছে। তবে মাঝের কয়েকটা নির্বাচনে ভোট দেওয়া হয়নি। কোনও কারণে নাম বাদ গিয়েছিল তাঁর। গত বছর ফের তাঁর নাম ওঠে ভোটার তালিকায়, আবারও ভোট দেন গত লোকসভা নির্বাচনে। আসন্ন ২০২৬-এর বিধানসভাতেও ভোট দিতে চান তিনি। বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান,বয়সের কারণে কানে কম শোনেন প্রিয়বালা। তবে ভোট কি, সেটা বোঝেন। যখন বিএলও গুলনেহার খাতুন এসআইআর ফর্ম তাঁর হাতে তুলে দেন, বৃদ্ধা বুঝতে পারেন যে এটা ভোটের কাগজ। ২০০২ সালের তালিকায় নাম রয়েছে বলে তাঁকে কোনও কাগজ দেখাতে হবে না। বিএলও গুলনেহার খাতুন বলেন, “আমার বুথে আর কোনও শতায়ু ভোটার নেই। বৃদ্ধার হাতে ফর্ম তুলে দিলাম। চাই উনি দীর্ঘজীবী হোন।”

Published on: Nov 09, 2025 03:20 PM