SIR: ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্যে, খতিয়ে দেখবেন SIR প্রক্রিয়া
SIR In West Bengal: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর ও কৃষ্ণনগর- এই চারটে জায়গার কাজ খতিয়ে দেখবেন আধিকারিকরা। আগামিকাল অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর-এর কাজ।
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মাঝেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মঙ্গলবারই রাজ্যে আসছে কমিশনের চার সদস্যের দল। দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপ্যাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি। DEO, ERO-দের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এর আগে উত্তরবঙ্গের কাজ খতিয়ে দেখে এসেছেন তাঁরা। এখন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর ও কৃষ্ণনগর- এই চারটে জায়গার কাজ খতিয়ে দেখবেন আধিকারিকরা। আগামিকাল অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর-এর কাজ। কিন্তু এরই মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটছে। কারণ একাধিক জায়গায় দেখা গিয়েছে বিএলও-দের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন।