Draft Voter List: কোন বিধানসভায় কত নাম বাদ গেল, দেখুন?

|

Dec 17, 2025 | 7:20 PM

SIR Draft Voter List: খসড়া ভোটার তালিকায় রাজ্যজুড়ে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। কোন বিধানসভায় কত নাম বাদ গিয়েছে, সেই তথ্য সামনে এসেছে। আর বাদ পড়া নামের তালিকা খতিয়ে দেখতে গিয়েই দেখা গেল, কলকাতার ৬টি বিধানসভা আসনে একুশের নির্বাচনে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ পড়েছে।

খসড়া ভোটার তালিকায় রাজ্যজুড়ে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। কোন বিধানসভায় কত নাম বাদ গিয়েছে, সেই তথ্য সামনে এসেছে। আর বাদ পড়া নামের তালিকা খতিয়ে দেখতে গিয়েই দেখা গেল, কলকাতার ৬টি বিধানসভা আসনে একুশের নির্বাচনে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই ৬টি আসন হল চৌরঙ্গী, কাশীপুর-বেলগাছিয়া, জোড়াসাঁকো, শ্যামপুকুর, রাসবিহারী এবং বালিগঞ্জ। কলকাতার ১১টি বিধানসভা আসনই তৃণমূলের দখলে। একুশের নির্বাচনে চৌরঙ্গীতে জিতেছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের ব্যবধান ছিল ৪৫ হাজার ৩৪৪। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, এই কেন্দ্রে ৭৪ হাজার ৫৫৩ জনের নাম বাদ পড়েছে। একুশের নির্বাচনে জোড়াসাঁকো আসনে জিতেছিলেন বিবেক গুপ্তা। তাঁর জয়ের ব্যবধান ছিল ১২ হাজার ৭৪৩। সেখানে খসড়া ভোটার তালিকায় ৭২ হাজার ৯০০ জনের নাম বাদ গিয়েছে।