আগামিকাল থেকে শুরু SIR-র হিয়ারিং, নাম ভুল থাকলেও কি তালিকা থেকে বাদ পড়বেন?
SIR Hearing Process: এসআইআরের এক পর্ব শেষ। আরেক ধাপ শুরু হবে আগামিকাল থেকে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এসআইআরের হিয়ারিং। প্রাথমিক পর্যায়ে ১০ লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে বলেই সূত্রের খবর। শুনানির দায়িত্বে থাকবেন ERO, AERO-রা।
এসআইআরের এক পর্ব শেষ। আরেক ধাপ শুরু হবে আগামিকাল থেকে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এসআইআরের হিয়ারিং। প্রাথমিক পর্যায়ে ১০ লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে বলেই সূত্রের খবর। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় যোগ পাওয়া যায়নি, তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। নামের ভুল বা অন্য কোনও তথ্যে ভুল থাকলে, সেই ভুল বিএলও-রাই সংশোধন করে দেবেন। হিয়ারিংয়ে যেতে হবে না। শুনানির দায়িত্বে থাকবেন ERO, AERO-রা। কলকাতায় সরকারি স্কুল, কলেজে শুনানি হবে। জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় হিয়ারিং হবে। বৈধ নথি দেখালেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠে যাবে।
বারাসতে ৩৩ হাজার আন-ম্যাপড ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। প্রথম দফার শুনানি চলবে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে শুনানি চলবে ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত। তৃতীয় ধাপে ৩টে থেকে ৫টা পর্যন্ত শুনানি চলবে।