SIR: সার্ভার ডাউন? বিএলও-দের সমস্যা মেটাতে তৎপর কমিশন
SIR In WB: ফর্ম ডিজিটাউজ করতে বিএলও-রা সমস্যায় পড়ছেন। সার্ভার সমস্যা নিয়েই টেলিকম সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। কীভাবে ইন্টারনেট পরিষেবার মান বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। শুরুতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা এসেছিল, বিএলও-দের দায়িত্ব শেষ হচ্ছিল ফর্ম জমা দেওয়াতেই।
কলকাতা: সোমবার অতি গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। ইন্টারনেট নিয়ে সমস্যায় পড়ছেন বিএলও-রা। একাধিক জায়গায় গিয়ে তাঁরা ভোটারদের হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। এহেন একাধিক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। কাজের মাঝেই ডাউন হয়ে যাচ্ছে সার্ভার। ফর্ম ডিজিটাউজ করতে বিএলও-রা সমস্যায় পড়ছেন। সার্ভার সমস্যা নিয়েই টেলিকম সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। কীভাবে ইন্টারনেট পরিষেবার মান বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। শুরুতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা এসেছিল, বিএলও-দের দায়িত্ব শেষ হচ্ছিল ফর্ম জমা দেওয়াতেই।
