SIR, Virtual Hearing: ভার্চুয়াল শুনানি সম্ভব? কী বলছে ইলেকশন কমিশন!
SIR 2025 Draft List: কমিশন এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেনি। তবে এটাও ঠিক যে সাধারণ শুনানি এখনও শুরু হয়নি। ফলে, এর মধ্যে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতেই পারে ইলেকশন কমিশন। এ ছাড়াও যদি সাধারণ ভোটাররা অনেক বেশি করে এই ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানায়, তাহলেও হয়তও ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্রের খবর।
যাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে তাঁদের অনেকেই হয়ত সুস্থ বা বাইরের কোনও রাজ্যে বা শহরে কাজ করেন। অথবা ওই দিনই কারও খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এমন অবস্থায় কী হবে? কমিশন কি কিছু জানিয়েছে যেখানে এই সব কারণে সাধারণ মানুষ ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারবেন?
কমিশন এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেনি। তবে এটাও ঠিক যে সাধারণ শুনানি এখনও শুরু হয়নি। ফলে, এর মধ্যে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতেই পারে ইলেকশন কমিশন। এ ছাড়াও যদি সাধারণ ভোটাররা অনেক বেশি করে এই ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানায়, তাহলেও হয়তও ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্রের খবর। তবে, এখনও পর্যন্ত কিন্তু এই ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে বলে জানায়নি নির্বাচন কমিশন। তবে, আগামীতে কী হয় সেদিকেই এখন দেখার।
Published on: Dec 22, 2025 02:40 PM