Viral Video: ৬২ বছর বয়সে সিক্স প্যাক!

| Edited By: Tapasi Dutta

Apr 26, 2023 | 1:12 PM

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যা দেখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ৬২ বছর বয়সে এক মহিলা সিক্স প্যাক বডি বানিয়েছেন। ভাবতে পারছেন!

ফিটনেস ফ্রিক হওয়া আজকাল ট্রেন্ডে রয়েছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যা দেখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ৬২ বছর বয়সে এক মহিলা সিক্স প্যাক বডি বানিয়েছেন। ভাবতে পারছেন!আর তা দেখেই অবাক অধিকাংশ নেটিজ়েন। ওই বয়সে বেশিরভাগ মানুষের হাঁটুর ব্যথা,গাঁটের ব্যথাই সঙ্গী হয়। সেখানে এই মহিলা একেবারেই ব্যতিক্রমী। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,এক বিদেশি মহিলা বেয়ামের ম্যাটে বসে রয়েছেন। দেখে মনেই হচ্ছে তিনি বেয়াম করছিলেন। প্রথমে আপনি ভাবতেও পারবেন না যে,মহিলার সিক্স প্যাক বডি থাকতে পারে। কিন্তু পরের মুহূর্তেই যখন তিনি হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়াবেন,তখন তাকে দেখে আপনি চমকে যাবেন। তার এমন ফিটনেসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ভিডিয়োটি ‘ক্যারলভার্ডার্স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 8 হাজারেরও বেশি লাইক পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন,’দেখে অপূর্ব লাগল। ওনাকে দেখে কেউ বুঝবে না তার এত বয়স’।

Published on: Apr 26, 2023 01:11 PM