Loading video

SML Isuzu: ১ সপ্তাহে ৫০ শতাংশ রিটার্ন, এই শেয়ার ছিল নাকি আপনার?

Mar 25, 2025 | 11:33 AM

SmallCap Stocks: মার্চের ১৩ থেকে ২১ তারিখের মধ্যে একাধিক স্মলক্যাপ সংস্থা ১০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। সবচেয়ে বেশি ৫০.৬৬ শতাংশ রিটার্ন দিয়েছে এসএমএল ইসুজু।

মার্চের ১৩ থেকে ২১ তারিখের মধ্যে একাধিক স্মলক্যাপ সংস্থা ১০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। সবচেয়ে বেশি ৫০.৬৬ শতাংশ রিটার্ন দিয়েছে এসএমএল ইসুজু। ৪৮.৯০ শতাংশ রিটার্ন দিয়েছে ইকিও লাইটিং। এ ছাড়াও দারুণ রিটার্ন দিয়েছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স, অ্যাঞ্জেল ওয়ান, সান ফার্মা, জেএসডব্লিউ হোল্ডিংস, স্কিপারের মতো সংস্থাও।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।