Sodepur Viral Video: ডাব খেয়ে দাম না দিয়ে বিক্রেতাকে পুলিশের হুমকি!

| Edited By: Moumita Das

May 18, 2023 | 7:40 PM

সোদপুর রাজা রোড এলাকায় বিটি রোডের ধারে বহু বছর ধরে ডাব বিক্রি করছে কার্তিক ঘরামী।খড়দহ থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পুলকেশ পাত্র ডাব বিক্রেতা কার্তিক ঘোরামির কাছে ডাবের দরদাম করে।দরদাম করার পর ডাব খায়

ডাব খেয়ে সঠিক দাম না দেওয়ার অভিযোগ খড়দহ থানার ASI-এর বিরুদ্ধে,,টাকা চাইলে ডাব বিক্রেতাকে হুমকির অভিযোগ,ASI-এর হুমকির সেই ছবি ভাইরাল, আতঙ্কিত ব্যবসায়ী। এ যেন সেই রঞ্জিত মল্লিকের শত্রু সিনেমার অনুপ কুমারের দৃশ্য!! সোদপুর রাজা রোড এলাকায় বিটি রোডের ধারে বহু বছর ধরে ডাব বিক্রি করছে কার্তিক ঘরামী।খড়দহ থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পুলকেশ পাত্র ডাব বিক্রেতা কার্তিক ঘোরামির কাছে ডাবের দরদাম করে।দরদাম করার পর ডাব খায়। কিন্তু ডাব খেয়ে ডাবের পর্যাপ্ত দাম দেয় না ডাব বিক্রেতাকে ঐ পুলিশ অফিসার।ডাব বিক্রেতা কার্তিক ঘরামি সেই পুলিশ অফিসারের কাছে ডাবের টাকা চাইলে খড়দহ থানার সেই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পুলকেশ পাত্র ডাব বিক্রেতা কে হুমকি দেয়।আর ,সেই হুমকির ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে খড়দহ এবং সোদপুর এলাকায়।সেই জায়গা থেকে ডাবের গাড়ি তুলে নিতে বলে অভিযুক্ত অফিসার।নাহলে ডাবের গাড়িসহ সেই বিক্রেতাকে তুলে নিয়ে যাবে এমনটাও হুমকি দেয় পুলিশ অফিসার পুলকেশ পাত্র।গোটা ঘটনায় আতঙ্কিত সেই গরীব ডাব বিক্রেতা। একজন পুলিশ অফিসার হয়ে ডাবের পর্যাপ্ত টাকা না দিয়ে কিভাবে একজন ডাব বিক্রেতাকে হুমকি দিতে পারে এই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব।বিজেপি নেতা কিশোর কর বলেন,সাধারণ মানুষের রক্ষক হয়ে কি করে একজন পুলিশ অফিসার একজন গরিব ব্যবসায়ীকে এইভাবে হুমকি দিতে পারে,পুলিশের এই ভূমিকাকে ধিক্কার জানাচ্ছি।