চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল সোনালিকে…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 06, 2025 | 9:14 PM

Sonali Khatun: দেশে ফিরে সোনালি বললেন, “বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে সত্যিই ধন্য। ৮ মাসের ওপরে বাংলাদেশের ছিলাম। দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল।" সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

অবশেষে দেশে ফিরেছেন সোনালি খাতুন। আদালতের নির্দেশের পর ফেরানো হয়েছে তাঁকে। ন্যায় প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করল তৃণমূল। সোনালিও দেশে ফেরার পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন।

“সোনালি বিবির আট বছরের সন্তান আছে, সেই সঙ্গে তিনি অন্তস্বঃত্ত্বা। তাঁকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য দেশে ফেলে আসা হল। ঘৃণ্য ঘটনা।” এমনটাই বললেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের কথায় কোনওভাবেই কর্ণপাত করা হয়নি বলে দাবি করে চন্দ্রিমা বলেন, “ন্যায় সবসময় সূর্যের আলোর মতো উন্মোচিত হয়।”

 

Published on: Dec 06, 2025 09:08 PM