Soumitra Khan on Humayun Kabir: ‘হুমায়ুন কবীরের একটা নতুন দল করা উচিত’

| Edited By: সোমনাথ মিত্র

May 21, 2025 | 8:37 PM

বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের। নিশানায় ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। TV9 বাংলার মুখোমুখি হয়ে বলেন—বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই, আর সিদ্দিকুল্লাহ ৯ বছর মন্ত্রী থেকেও কিছু করতে পারেননি। জানান, মুসলিমদের আসল চাহিদা জানতে রাজ্যজুড়ে সমীক্ষা করাচ্ছেন তিনি নিজেই। দাবি করেন, ভরতপুরে তাঁর জনভিত্তি অটুট। পাল্টা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “হুমায়ুন কবীরের উচিত তৃণমূল […]

বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের। নিশানায় ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। TV9 বাংলার মুখোমুখি হয়ে বলেন—বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই, আর সিদ্দিকুল্লাহ ৯ বছর মন্ত্রী থেকেও কিছু করতে পারেননি। জানান, মুসলিমদের আসল চাহিদা জানতে রাজ্যজুড়ে সমীক্ষা করাচ্ছেন তিনি নিজেই। দাবি করেন, ভরতপুরে তাঁর জনভিত্তি অটুট। পাল্টা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “হুমায়ুন কবীরের উচিত তৃণমূল ছেড়ে নতুন দল গঠন করা, এতে সমাজের ভাল হবে।”
আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো।