Soumitrisha Kundu News: চোখের মণি সৌমিতৃষা কুন্ডু এবার সমালোচনার মুখে, কেন?
সকলের চোখের মণি সৌমিতৃষা কুন্ডু এবার সমালোচনার মুখে। নেপথ্যে তাঁর সাম্প্রতিক কিছু পোশাক। হলুদ রঙা শাড়ি পরে ছবি দিয়েছিলেন নায়িকা। বিভাজিকার আভাস পেতেই তাঁকে লক্ষ্য করে এল কটূক্তি। তাঁকে প্রশ্ন, "আগে বাচ্চাদের মতো লাগত, হঠাৎ বড় হয়ে গেলে কী করে? নিজের শরীরে কি কিছু করিয়েছ?" যদিও সৌমিতৃষা এ নিয়ে নীরব।
রাজের সঙ্গে ব্রেকআপ?
রাত ১২টায় একটি পোস্ট করেন রাজ কুন্দ্রা। সেখানে তিনি লেখেন, “আমাদের বিচ্ছেদ ঘটেছে। এই কঠিন সময়ে দয়া করে আমাদের বিব্রত করবেন না।” এরপর নিন্দুকেরা তীব্র নিন্দা করেছেন ব্যবসায়ীর। কেননা, কারও বুঝতে অসুবিধে হয় না যে, নিজের ছবি ‘ইউটি ৬৯’ র প্রচারের স্বার্থে এই পোস্ট করেছেন রাজ। এমন নিম্নমানের প্রচার কৌশলের জন্য তাঁর নিন্দা করেছেন নেটিজ়েনদের একাংশ।
আমিরের পরের ছবিতে ফাতিমা
‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ। তারপর সেই ফাতিমার সঙ্গেই প্রেমের গুঞ্জন শোনা যায় আমিরের। সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির। এবার ফাতিমাকে নিজের বিপরীতে নায়িকা হিসেবে কাস্ট করতে চলেছেন আমির। বলি অন্দরের গুজব তেমনই।
সংসারে এল কে?
উৎসবের মরসুমেরই বাড়িতে খুশির জোয়ার, আনন্দে ভাসছেন কঙ্গনা রানাওয়াত। পিসি হয়েছেন তিনি। ভাই অক্ষয় রাওয়াত ও স্ত্রী ঋতু রানাওয়াতের ঘরে এসেছে পুত্রসন্তান। একরত্তির ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, “আজ আমাদের পরিবারে এক খুশির দিন। আমাদের পরিবারে এক নতুন অতিথি এসেছে। আমরা ওর নাম রেখেছি অশ্বথামা।”
‘কুইন টু’তে কঙ্গনা?
তৈরি হবে ‘কুইন টু’। তাতে নাকি অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত-ই। জানিয়েছেন ছবির পরিচালক বিকাশ বহেল। ‘কুইন’-এ অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন কঙ্গনা। বিকাশ বলেছেন, “যে পারফরম্যান্স কঙ্গনা দিয়েছিলেন, তার কোনও বিকল্প হয় না।”
মৌনি হলেন মিয়া!
সাবেকি প্রাসাদোসম বাড়িতে যে লাল পাড় সাদা শাড়িতে ফটোশুট করেছিলেন মৌনি, তার সঙ্গে কোনও ব্লাউজ় ছিল না তাঁর পরনে। ‘রাজা তোর কাপড় কোথায়?’-এর মতো নেটিজ়েনদের প্রশ্ন ছিল, ‘মৌনি আপনার ব্লাউজ় কোথায়?’ তাঁকে তুলনা করেন প্রাক্তন পর্নোগ্রাফি অভিনেত্রী মিয়া খালিফার সঙ্গেও।
ট্রোল্ড হলেন সৌমিতৃষা
সকলের চোখের মণি সৌমিতৃষা কুন্ডু এবার সমালোচনার মুখে। নেপথ্যে তাঁর সাম্প্রতিক কিছু পোশাক। হলুদ রঙা শাড়ি পরে ছবি দিয়েছিলেন নায়িকা। বিভাজিকার আভাস পেতেই তাঁকে লক্ষ্য করে এল কটূক্তি। তাঁকে প্রশ্ন, “আগে বাচ্চাদের মতো লাগত, হঠাৎ বড় হয়ে গেলে কী করে? নিজের শরীরে কি কিছু করিয়েছ?” যদিও সৌমিতৃষা এ নিয়ে নীরব।
সোনালী-স্মৃতি শঙ্করের
২০২২ সালের অক্টোবর মাসে মৃত্যু হয় অভিনেত্রী সোনালী চক্রবর্তীর। পুজোটা তিনি কাটিয়েছিলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। এ বছর একাই পুজো কাটাচ্ছেন শঙ্কর। সোনালীর সঙ্গে তাঁর গত বছরের একটি ছবি শেয়ার করে শঙ্কর লিখেছেন, “গত বছরের ষষ্ঠী। তুমি ছিলে। হয়তো আছো। আমি দেখতে পাই না শুধু। আবার দেখা হবে।”
মন খারাপ রুশার
মন ভাল নেই অভিনেতা রুশা চট্টোপাধ্যায়ের। বিয়ের পর প্রথম দুর্গাপুজো। কিন্তু দেশে ফিরতে পারেননি তিনি। স্বামীর সঙ্গে পুজো কাটবে প্রবাসে। তাঁর কথায়, “ভিড়, লাউড স্পিকার, সারারাত ধরে আড্ডা, খাওয়া-দাওয়া… সব কিছুই ভীষণ মিস করছি।”
মন মজেছে আইসক্রিমে
সারা বছর ধরে চলে কড়া ডায়েট। কিন্তু পুজোর ক’টা দিন খানিক বেনিয়ম হলে ক্ষতি কী? যেই ভাবা সেই কাজ। আইসক্রিম দেখে লোভ সামলাতে পারলেন না মধুমিতা সরকার। বসালেন কামড়, শেয়ার করলেন ভিডিয়ো। যা দেখে খুশি নেটিজেনরাও। দিনের শেষে তারকারাও যে ‘আম আদমি’।