এ কাদের হাতে চপ-সিঙাড়া-মুড়ি! শহরের রাস্তায় অভিনব দৃশ্য
SSC: অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য করা হয়েছিল, তা দেওয়া যাবে না বলে দাবি করছেন এই চাকরিপ্রার্থীরা। মুড়ির পাশাপাশি চায়ের কেটলি হাতে নেমেছেন তাঁরা। ইতিমধ্যেই এসএসসি-র ওই পরীক্ষার ১৫০ জন প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো তথ্য় দেওয়ার অভিযোগ উঠেছে।
বাংলার মানুষের মুখে মুথে ফের চপ-শিল্পের কথা। তাই বলে এভাবে হাতে হাতে চপ-মুড়ি নিয়ে রাস্তায় নামলেন ওরা। ওরা চাকরিপ্রার্থী। পরীক্ষায় পাশ করে হাতে চক-ডাস্টার নেওয়ার কথা। তাঁরাই হাতে মুড়ির বাটি নিয়ে নেমেছেন। চাকরিপ্রার্থীদের প্রতিবাদের দৃশ্য অবশ্য বাংলায় নতুন নয়। আগেও অনেক অভিনব প্রতিবাদ দেখা গিয়েছে। এবার মুড়ি ফেরি করে প্রতিবাদ জানালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি শোনা হচ্ছে না বলেই এমন প্রতিবাদ বলে দাবি করেছেন তাঁরা।
সম্প্রতি এসএসসি-র যে নিয়োগের পরীক্ষা হয়েছে, তাতেই অংশ নিয়েছিলেন এই প্রার্থীরা। একগুচ্ছ দাবি নিয়ে পথে নেমেছেন তাঁরা।
Published on: Dec 18, 2025 06:13 PM