SSC Recruitment: বিতর্কের মধ্যে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া, দাগিরা ডাক পেয়েছেন?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 18, 2025 | 5:32 PM

SSC Recruitment in West Bengal: উভয়পক্ষেরই দাবি, শূন্যপদ বাড়াতে হবে। করুণাময়ীর সামনে তুমুল উত্তেজনা। চলছে পুলিশি ধরপাকড়ও। মঙ্গলবার ভেরিফিকেশনের জন্য ৭০০ প্রার্থীকে ডাকা হয়েছে। অভিযোগ উঠছে, এবারের ভেরিফিকেশনের জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে চিহ্নিত দাগীদেরও।

কলকাতা: আজ, মঙ্গলবার একাদশ-দ্বাদশ শ্রেণির ভেরিফিকেশন হয়। তখন অন্যদিকেই রাস্তায় বিক্ষোভ নবাগত ও পুরনো চাকরিপ্রার্থীরা। সোমবারের পর মঙ্গলবার আবারও করুণাময়ীতে বিক্ষোভ দেখান নবাগতরা। এদিকে আবার রাস্তায় যোগ্য চাকরিহারারাও। উভয়পক্ষেরই দাবি, শূন্যপদ বাড়াতে হবে। করুণাময়ীর সামনে তুমুল উত্তেজনা। চলছে পুলিশি ধরপাকড়ও। মঙ্গলবার ভেরিফিকেশনের জন্য ৭০০ প্রার্থীকে ডাকা হয়েছে। অভিযোগ উঠছে, এবারের ভেরিফিকেশনের জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে চিহ্নিত দাগীদেরও। সেক্ষেত্রে নীতীশরঞ্জনের সামনে ভীষণভাবে সামনে আসছে। সেক্ষেত্রে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যদি এরকম হয়ে থাকে, সেই প্রার্থীকে ভেরিফিকেশন থেকে বাদ দেওয়ার ক্ষমতা এসএসসি রাখে।