SSC Result: ১৬ ঘণ্টা পরও খুলল না SSC-র ওয়েবসাইট, ঘুম উড়েছে প্রার্থীদের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 08, 2025 | 2:49 PM

SSC Result: ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। গত সেপ্টেম্বরে হয় সেই পরীক্ষা হয়। কিন্তু সেই পরীক্ষার ফলাফল দেখা যাচ্ছে না এখনও।

লক্ষ লক্ষ পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন পর স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছে, তার ফল প্রকাশ হয়েছে শুক্রবার। এই ফলাফলের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বা চাকরির অভিজ্ঞতার জন্য প্রাপ্ত নম্বর যোগ হয়েই ঠিক হবে, সংশ্লিষ্ট পরীক্ষার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন কি না। কিন্তু সেই ফলাফলই দেখতে পেলেন না প্রার্থীরা।

শনিবার দুপুর ১২টা বেজে গেলেও ক্র্যাশ করেই রয়েছে ওয়েবসাইট। দুটি ওয়েবসাইটের কোনওটাই খুলছে না। মূল ওয়েবসাইট www.westbengalssc.com শুক্রবার থেকেই খুলছে না। www.wbsschelpdesk.com- ওয়েবসাইটটি মাঝেমধ্যে খুললেও আবার ক্র্যাশ করে যাচ্ছে। রাত জেগেও কেউ রেজাল্ট দেখতে পাননি।

Published on: Nov 08, 2025 12:25 PM