দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
High Court: প্রাথমিক পর্যায়ে এই মামলার জন্য সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি বসুর রায় বহাল রাখে। তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। পুনরায় মামলা ফিরে আসে হাইকোর্টে।
কলকাতা: ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। জিটিএ-র নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতেই এই নির্দেশ দেয় হাইকোর্ট।
প্রাথমিক পর্যায়ে এই মামলার জন্য সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি বসুর রায় বহাল রাখে। তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। পুনরায় মামলা ফিরে আসে হাইকোর্টে।