Stock Market Investment: এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
Investors: ভারতের বাজারের উত্থানের ফলে বিনিয়োগকারীরা একদিনে প্রায় ৪ লক্ষ কোটি টাকা লাভ করেছেন। কিন্তু বাজারের এই অসাধারণ লাফ কেন?
গত কয়েক মাসের সব আলস্য ঝেড়ে ফেলে আজ ১৮ মার্চ প্রায় লাফিয়ে উঠেছে ভারতের শেয়ার বাজার। বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত সেনসেক্স বেড়েছে প্রায় ৮৯২ পয়েন্ট। ফের ৭৫,০০০-এর ঘরে ঢুকে পড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে ২৬৬ পয়েন্ট বেড়ে ২২৭০০ ছাড়িয়ে গিয়েছে আর এক বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ভারতের বাজারের এই উত্থানের ফলে বিনিয়োগকারীরা একদিনে প্রায় ৪ লক্ষ কোটি টাকা লাভ করেছেন। কিন্তু বাজারের এই অসাধারণ লাফ কেন?
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।