Loading video

Stock Market Surges: ১,৪৭১ পয়েন্ট বাড়ল ব্যাঙ্কের সূচক, ৭৮২ পয়েন্ট বাড়ল নিফটি নেক্সট ৫০!

Mar 24, 2025 | 8:59 PM

Share Market: আজ ১,১১১ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক, ৫১৪ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি সূচক। ৫৫৪ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ১,৪৭১ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স।

আজ দিন শেষে ৩০৭ পয়েন্ট বাড়ল নিফটি ৫০। ২৩,৬৫৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে, আজ, ২৪ মার্চই ১০০০ পয়েন্টের বেশি বেড়েছে সেনসেক্স। একেবারে ৭৮,০০০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই সূচক।

আজ ১,১১১ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক, ৫১৪ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি সূচক। ৫৫৪ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ১,৪৭১ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৭৮২ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।