Loading video

Phil Salt, IPL 2025, KKR vs RCB: চেনা শহরেই যেন অচেনা এক ওপেনার ফিল সল্ট

Mar 22, 2025 | 8:17 PM

Phil Salt: কলকাতা আপন করে নিয়েছিল তাঁকে। ফিল সল্ট থেকে হয়ে উঠেছিলেন কলকাতার 'সল্ট'দা। কেকেআর সল্টকে রিটেন করেনি। এটা সমর্থকদের শুরুর দিকে কিছুটা কষ্ট দেবেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তাঁকে প্রথম সুযোগ দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পরিচিতি দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট থেকে হয়ে উঠেছিলেন কলকাতার ‘সল্ট’দা। এ শহর আপন করে নিয়েছিল তাঁকে। সল্টও কলকাতাকে ভীষণ ভাবে নিজের বানিয়ে নিয়েছিলেন। এবার মেগা অকশনে ঘর ভেঙেছে প্রতিটি টিমেরই। দলে বড়সড় রদবদল হয়েছে। চেনা মুখ, অন্য জার্সিতে। এটা সমর্থকদের শুরুর দিকে কিছুটা কষ্ট দেবেই। এটাই যদি নিজেদের টিমের বিরুদ্ধে হয়? কেকেআর সমর্থকদের মনের অবস্থা কিন্তু এমনই।

কেকেআর যেমন সল্টকে রিটেন করেনি, আরসিবিও রিটেন করেনি ফাফ ডুপ্লেসিকে। বিরাট কোহলির ওপেনিং সঙ্গী বদল হচ্ছে। ফিল সল্টের সঙ্গে জুটি বাঁধবেন বিরাট। তাঁর মতো ব্যাটার যে কোনও প্রতিপক্ষর কাছেই বিপজ্জনক। সঙ্গী এবার ফিল সল্ট। আবেগের ইডেন, সতীর্থরাই প্রতিপক্ষ, চেনা সমর্থকরা আর গলা ফাটাবেন না তাঁর জন্য। সল্টের কাছে কঠিন পরীক্ষাও।

Published on: Mar 22, 2025 08:07 PM