মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হল?
Image Credit source: TV9 বাংলা

মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হল?

|

Dec 14, 2025 | 2:55 PM

Messi Kolkata: এসেছিলেন লিওনেল মেসি। তার আগে এসেছিলেন মারাদোনাও। তাঁকে এনেছিলেন প্রয়াত ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। তখন তো এমন বিশৃঙ্খলা হয়নি। কেন এবার হল? এই নিয়ে মুখ খুললেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী।

১৪ বছর আগেও কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। তার আগে এসেছিলেন মারাদোনাও। তাঁকে এনেছিলেন প্রয়াত ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। তখন তো এমন বিশৃঙ্খলা হয়নি। কেন এবার হল? এই নিয়ে মুখ খুললেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী। তিনি বললেন, “সুভাষ চক্রবর্তী বা বামফ্রন্ট আমলে প্রশাসনিক শৃঙ্খলাবোধ, পুলিশ পরিচালনার যোগ্য়তা ছিল। মারাদোনা যখন এসেছিলেন, তখন এয়ারপোর্ট থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত কাচের বাসে আনা হয়েছিল, যাতে সকলে দেখতে পান। সেই সময় নিরাপত্তায় কোনও ফাঁক ছিল না। প্রশাসনিক, পুলিশ সর্বোপরি সরকারের দৃষ্টিভঙ্গির উপরেই সবটা নির্ভর করে।”