Sukanta Majumdar News: কবির দরবারে সুকান্ত মজুমদার
নরেন্দ্র মোদী সরকারের নয় বছর পূর্তিতে মহা জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। সেই কর্মসূচীতে সমাজের বিশিষ্ট মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন বিজেপি সভাপতি।কবি তাকে লালপাহাড়ি বই উপহার দেন।বিজেপি সভাপতিও কবিকে নয় বছর পূর্তির পুস্তিকা তুলে দেন। অরুণ চক্রবর্তী জানান,তার দীর্ঘ কবি জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে। দল মত নির্বিশেষে অনেকে তার বাড়িতেও এসে দেখা করেছেন
“লালপাহাড়ির দেশে যা,রাঙা মাটির দেশে যা” গানের লেখক কবি অরুণ চক্রবর্তীর বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।নরেন্দ্র মোদী সরকারের নয় বছর পূর্তিতে মহা জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। সেই কর্মসূচীতে সমাজের বিশিষ্ট মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন বিজেপি সভাপতি।কবি তাকে লালপাহাড়ি বই উপহার দেন।বিজেপি সভাপতিও কবিকে নয় বছর পূর্তির পুস্তিকা তুলে দেন। অরুণ চক্রবর্তী জানান,তার দীর্ঘ কবি জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে। দল মত নির্বিশেষে অনেকে তার বাড়িতেও এসে দেখা করেছেন।সুকান্ত মজুমদার তার বাড়িতে আসায় তাই নতুনত্ব কিছু নেই, আর রাজনীতির কিছু নেই। মানুষের সঙ্গে মেলামেশার কোনো সীমা থাকা উচিত নয়।কবি বলেন রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সুকান্ত মজুমদার বলেন,এর আগে প্রেস ক্লাবে একবার অরুন চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছে।ওনার লেখা লালপাহাড়ির দেশে যা অন্তত বিখ্যাত একটি গান।যা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে।আজকে তার বাড়িতে এসেছিলাম দেখা করতে।