SIR-এ মতুয়াদের নাম বাদ গেলে যোগাযোগ করতে বললেন সুকান্ত, কী করবেন?
CAA-Matua Community: সুকান্ত মজুমদার বললেন, "সিএএ করা হবে। কেউ বাদ যাবে না। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা উচিত যে তিনি সিএএ ফর্ম ফিলআপ করতে বারণ করেছিলেন, তখন তার কথা বিশ্বাস করে যারা সঠিক সময়ে আবেদন করেননি, দেরি করে আবেদন করেছেন বা করেননি, এসআইআরে নাম নেই, তাদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে।"
মতুয়াদের নিয়ে বড় কথা বলে দিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মোদীর সভায় যোগ দেওয়ার আগে সুকান্ত মজুমদার বললেন, “মতুয়াদের জন্য যদি কোনও সরকার ভেবে থাকে, সেই সরকার হল নরেন্দ্র মোদী সরকার। আমরা সিএএ আইন এনেছি। সিএএ করা হবে। কেউ বাদ যাবে না। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা উচিত যে তিনি সিএএ ফর্ম ফিলআপ করতে বারণ করেছিলেন, তখন তার কথা বিশ্বাস করে যারা সঠিক সময়ে আবেদন করেননি, দেরি করে আবেদন করেছেন বা করেননি, এসআইআরে নাম নেই, তাদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। সিএএ ফর্ম পূরণ না করার জন্য যাদের নাম এসআইআর থেকে বাদ যাবে, তাদের সকলকে বলব যোগাযোগ করুন।আপনাদের সকলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। জিজ্ঞাসা করব, কেন মিথ্যা বলেছিলেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথার দাম নেই!”
Published on: Dec 20, 2025 02:46 PM