Suvendu Adhikari: জেলে বসেও SSC-র পরীক্ষায় প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ: শুভেন্দু

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2025 | 5:46 PM

শুধু তাই নয়, নতুন নিয়োগ প্রক্রিয়াও তিনি প্রভাবিত করেছেন। আজ অর্থাৎ রবিবার (১৬ নভেম্বর) সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকে তিনি নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি,ভিডিয়ো আর অডিয়ো দেখান। আর দাবি করেন, সেই ভিডিয়ো-অডিয়ো সবটাই জীবনকৃষ্ণের।

জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য তৃণমূল বিধায়ক জেলে বসেই ফোন ব্যবহার করছেন। শুধু তাই নয়, নতুন নিয়োগ প্রক্রিয়াও তিনি প্রভাবিত করেছেন। আজ অর্থাৎ রবিবার (১৬ নভেম্বর) সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকে তিনি নিজের মোবাইল ফোন থেকে কিছু ছবি,ভিডিয়ো আর অডিয়ো দেখান। আর দাবি করেন, সেই ভিডিয়ো-অডিয়ো সবটাই জীবনকৃষ্ণের।