Suvendu Adhikari: ‘৫০০ কোটি টাকা উপহার, ভাষণ আর খাওয়া-দাওয়াতেই…’, রাজ্যে শিল্পের বাস্তবায়ন নিয়ে তুলোধনা শুভেন্দুর

| Edited By: জয়দীপ দাস

Dec 17, 2025 | 5:03 PM

Suvendu Adhikari: এদিন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় তাঁকে। সেখানেই এত বছর ধরে রাজ্য সরকারের তরফে বিজিবিএসের আয়োজনকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন শুভেন্দু।

কলকাতা: রাজ্যের শিল্প সম্ভাবনার বাস্তবায়ন নিয়ে ফের একবার রাজ্যের তুলোধনা করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় তাঁকে। সেখানেই এত বছর ধরে রাজ্য সরকারের তরফে বিজিবিএসের আয়োজনকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন। বিনিয়োগের এত ঘোষণা হওয়ার পরেও কেন এখনও পর্যন্ত বাস্তবায়ন হল না সেই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তীব্র কটাক্ষবাণ শানিয়ে বলেন, “বিজিবিএস আয়োজনেই এখনও পর্যন্ত রাজ্যে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। উপহার, ভাষণ, খাওয়া-দাওয়াতেই এই টাকা খরচ। এই তুলনায় এই রাজ্যে বিনিয়োগ জিরো। বিজিবিএস আজ একটা ফ্লপ শো।”