কমিশনের কী করা উচিত? এবার বলে দিলেন শুভেন্দু

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 23, 2026 | 7:41 PM

বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। প্রতিদিনই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আবার কয়েকদিন আগে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দিল্লিতে বসে থাকলে চলবে না। রাজ্যে এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে হবে। এবার কমিশনকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর স্পষ্ট বার্তা, চিঠি নয়, অ্যাকশন চাই। কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্য, চিঠি-চাপাটিতেই সীমাবদ্ধ কমিশনের পদক্ষেপ। বাংলার মানুষ ভাষণ নয়, অ্যাকশন চায়। শুভেন্দুর এই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। প্রতিদিনই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আবার কয়েকদিন আগে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দিল্লিতে বসে থাকলে চলবে না। রাজ্যে এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে হবে। এবার কমিশনকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর স্পষ্ট বার্তা, চিঠি নয়, অ্যাকশন চাই। কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্য, চিঠি-চাপাটিতেই সীমাবদ্ধ কমিশনের পদক্ষেপ। বাংলার মানুষ ভাষণ নয়, অ্যাকশন চায়। শুভেন্দুর এই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।