Suvendu Adhikari: ‘বিচার বিভাগীয় তদন্ত চাই’, যুবভারতীকাণ্ডে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

Dec 13, 2025 | 10:48 PM

শুভেন্দু এ দিন রাজ্যের দুই মন্ত্রীর গ্রেফতারির দাবিও তুলছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। বিরোধী দলনেতা লেখেন, "ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র তাঁকে অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাঁদের আত্মীয়-পরিজন-শাগরেদদের ভিড় ঘিরে ধরে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনও উপায় ছিল না।"

হায়দ্রাবাদ কাণ্ডে এবার বিচার বিভাগীয় তদন্তের আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আর্জি শুভেন্দুর। রাজ্যপাল বোসকে চিঠি দিয়ে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দু এ দিন রাজ্যের দুই মন্ত্রীর গ্রেফতারির দাবিও তুলছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। বিরোধী দলনেতা লেখেন, “ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র তাঁকে অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাঁদের আত্মীয়-পরিজন-শাগরেদদের ভিড় ঘিরে ধরে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনও উপায় ছিল না।”