Taapsee Pannu News: একের পর এক ছবি ফ্লপ, কটাক্ষের শিকার তাপসী

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 01, 2023 | 10:41 PM

বেশ কিছু দক্ষিণী ছবি করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। তার মধ্যে কয়েকটা বক্স অফিসে একেবারেই লক্ষ্মী লাভ করতে সফল হয় না। এরপর থেকেই ‘অপয়া’র তকমা লাগে তাপসীর গায়ে। তাঁর কথায়, দিনের পর দিন তাঁকে এই অপবাদ মাথায় নিয়ে চলতে হয়েছে। যদিও এখন তা অতীত, তাপসীর ঝুলিতে একগুচ্ছ ছবি।

প্রাপ্তবয়স্কর ছবি OMG 2
OMG 2 ছবিকে প্রাথমিকভাবে ২০-২৫টি কাটের নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। তবে তা বর্তমানে করা হল না। তার বদলে বেশ কিছু পরিবর্তন এনে এই ছবি পেল প্রাপ্তবয়ষ্কদের জন্য তকমা অর্থাৎ A for Adults। অর্থাৎ A সার্কেলেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের OMG 2 ছবি।

টোটার চরিত্র নিয়ে করণ
রকি অউর রানি কি প্রেম কহানি ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যায় টোটা রায়চৌধুরীকে। ছবির পরিচালক করণ জোহর সম্প্রতি এই চরিত্র নিয়ে মুখ খুললেন। জানান, তিনি নিজে ছোটবেলায় নাচতে খুব পছন্দ করতেন, তবে একটা সময়ের পর কটাক্ষ এড়াতেই তা বন্ধ করতে হয়। তিনি সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কত্থক নৃত্য-শিল্পীর চরিত্র তৈরি করেছিলেন, যাতে অভিনয় করেন টোটা।

কমল আয়
রকি অউর রানি কি প্রেম কহানি ছবি মাত্র তিন দিনে ৫০ কোটির গণ্ডি পার করলেও চতুর্থ দিনে আবারও বক্স অফিস পারদ পতন হল। এ দিন ছবিটি ভারতের বাজারে মাত্র ৭.৫০ কোটি টাকা আয় করে।

আক্ষেপ তাপসীর
বেশ কিছু দক্ষিণী ছবি করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। তার মধ্যে কয়েকটা বক্স অফিসে একেবারেই লক্ষ্মী লাভ করতে সফল হয় না। এরপর থেকেই ‘অপয়া’র তকমা লাগে তাপসীর গায়ে। তাঁর কথায়, দিনের পর দিন তাঁকে এই অপবাদ মাথায় নিয়ে চলতে হয়েছে। যদিও এখন তা অতীত, তাপসীর ঝুলিতে একগুচ্ছ ছবি।

বিচ্ছেদ নিয়ে সরব পূজা
বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন পূজা ভাট। বললেন, আমার স্বামী খারাপ মানুষ ছিলেন না। আমাদের মধ্যে যা কিছু ছিল, সব ঠিকঠাকই ছিল। তবে আমার মনে হয়েছিল নিজেকে হারিয়ে ফেলছি। তাই-ই এই সিদ্ধান্ত নেওয়া।

ট্রোল্ড মাধবপুত্র
গাড়ি চালানো শিখছে মাধবন-পুত্র বেদান্ত। তাই বলে দেড় কোটির পোর্শে-তে হাত সেট? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কটাক্ষের ঝড় নেটপাড়ায়। ব্যঙ্গ করে নেটিজ়েনরা লিখলেন, ঠিক আছে আমিও গাড়ি চালানো শিখেছি তবে সেটা Maruti 800…।

মাতঙ্গী থেকে বাদ তৃণা
‘মাতঙ্গী’ ওয়েবসিরিজ থেকে বাদ পড়ছেন তৃণা সাহা? সদ্য মাতঙ্গীর সেটে তৃণা ও সোহিনী সরকারের মাঝে বচসা খবরের শিরোনামে জায়গা করে নেয়। এবার টলিউড সূত্রে খবর, এই বচসার জেরে যে আর্থিক ক্ষতি বহন করছে প্রযোজনা সংস্থা, তার কারণেই নাকি এবার সিরিজ থেকে বাদ পড়ছেন তৃণা।

কাবুলিওয়ালা মিঠুন
টলিউডে নতুন রহমত আলির বেশে ধরা দেবেন মিঠুন চক্রবর্তী, অর্থাৎ তিনি এবার পর্দার কাবুলিওয়ালা। যে চরিত্রে একটা সময় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। আজ, ১ অগস্ট থেকেই শুরু হচ্ছে এই ছবির শুটিং। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এই ছবির পরিচালনায় এবার সুমন ঘোষ।

কী ভুল করলেন পরম
বৌদি ক্যান্টিন ও অভিযান দুই ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এই দুই ছবি আরও অনেক বেশি আয় করতে পারত, তবে ভুল সময় ছবি মুক্তি পেয়েছে। পরমব্রত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, আরও অনেক ছবি দর্শকদের উপহার দেওয়া বাকি।