আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?

|

Dec 25, 2025 | 2:31 PM

Tarique Rahman in Bangladesh: সকাল ১১টার পর তাঁরা ঢাকায় পৌঁছন। ইতিমধ্যেই তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। বিমানবন্দরে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক বিএনপি নেতৃত্ব। ঢাকাতেই বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

১৭ বছর পর ঘরে ফেরা। বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সকাল ১১টার পর তাঁরা ঢাকায় পৌঁছন। ইতিমধ্যেই তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। বিমানবন্দরে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক বিএনপি নেতৃত্ব। ঢাকাতেই বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের বাড়ি ও অফিসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত থাকবে সেনাও।