Fire in Train: ট্র্যাকে ছুটছে ‘জলন্ত ট্রেন’, ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে, মৃত্যু এক জনের

|

Dec 29, 2025 | 10:41 PM

Fire Breaks Out in Tata-Ernakulam Express: রেল মন্ত্রক জানিয়েছে, ওই দূরপাল্লার ট্রেনের বি১ (B1) কোচ থেকে আগুনের সূত্রপাত হয়, যা ক্ষণিকের মধ্য়ে ছড়িয়ে পড়ে বি২ (B2) কোচেও। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় এবং গোটা ট্রেনটি যাতে ভস্মীভূত না হয়, সেই লক্ষ্যে দ্রুততার সঙ্গে এম১ (M1) কোচ থেকে ট্রেনের বাকি অংশটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

নয়াদিল্লি: আগুন লাগল ট্রেনে। পুড়ে ছাই পরপর দু’টি কামরা। টাটানগর থেকে এর্নাকুলামগামী দূরপাল্লার ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যা ঘিরে ছড়াল উত্তেজনা। লোকো পাইলটের তৎপরতায় উদ্ধার করা গেল যাত্রীদের। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হল না এক জনকে। আগুনে ঝলসে হল মৃত্য়ু।

সোমবার রাত ১টার দিকে অন্ধ্র প্রদেশের আনাকাপালি জেলার কাছে ঘটনাটি ঘটেছে। নিজের গতিতেই ছুটছে এর্নাকুলামগামী এক্সপ্রেস। হঠাৎ করেই আগুনের শিখা দেখতে পান চালক। তারপর ট্রেনটি দাঁড় করান চালক। খবর দেন স্থানীয় স্টেশন ও দমকলে। উদ্ধার করা হয় যাত্রীদের।