মূলত অর্থকরী কারণেই আমরা বিদেশ ভ্রমণের আগে দশবার ভাবি। বিদেশ ভ্রমণের জন্য বিমান টিকিট ভিসার খরচ ছাড়াও মাথায় আসে অন্য সব খরচ। বেড়ানোর তালিকায় রাখুন সেই সব দেশ যেখানে ভারতীয় মুদ্রার দাম সেই দেশের থেকে বেশি । ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, প্যারাগুয়ে আর হাঙ্গেরির মুদ্রা আইএনআরের থেকে কম। ইন্ডিয়ান রুপির থেকে কম দাম নেপাল এবং জাপানেরও। তাই সস্তায় বেড়িয়ে আসুন এইসব দেশ।