SIR-এর কাজে BLO-সহ আধিকারিকদের হেনস্থা করলেই FIR, নির্দেশ কমিশনের
SIR in Bengal: এসআইআরের কাছে বিএলও-সহ আধিকারিকদের হেনস্থা করলেই শাস্তি। কোনও ফাঁক রাখা চলবে না বিএলও-দের নিরাপত্তায়। এর আগেও আদালতেও উঠছে বিএলও-দের বাধা দেওয়ার প্রসঙ্গ। রাজনৈতিক দল থেকে তাঁদের উপরে হুমকি আসছে বলেও বারবার উঠে এসেছে এমন অভিযোগ।
কলকাতা: ফলতায় মরুগানকে ঘিরে বিক্ষোভের পরেই আরও কড়া নির্বাচন কমিশন। জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের। এসআইআরের কাছে বিএলও-সহ আধিকারিকদের হেনস্থা করলেই শাস্তি। কোনও ফাঁক রাখা চলবে না বিএলও-দের নিরাপত্তায়। এর আগেও আদালতেও উঠছে বিএলও-দের বাধা দেওয়ার প্রসঙ্গ। রাজনৈতিক দল থেকে তাঁদের উপরে হুমকি আসছে বলেও বারবার উঠে এসেছে এমন অভিযোগ। এসআইআরের মূল কাজ শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠেছে বিএলও হেনস্থার অভিযোগ। এরইমধ্যে কমিশনের নির্দেশ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।