Cheetah Safari in India: দেশের প্রথম চিতা সাফারি এখানেই, খরচ শুনলে অবাক হয়ে যাবেন
দুর্গাপুজো শেষ হলেও ছুটি এখনও বাকি। পাহাড় বা ডুয়ার্সে বৃষ্টির কারণে ভ্রমণে সমস্যা হচ্ছে অনেকের। তাই এবার নতুন অভিজ্ঞতা, চিতার দেশে সাফারি। সেরিংগেটি, মাসাইমারা নয়, ঘরের কাছেই এই সুযোগ। কুনো জাতীয় উদ্যান। ভারতে চিতাদের ঘর।
দুর্গাপুজো শেষ হলেও ছুটি এখনও বাকি। পাহাড় বা ডুয়ার্সে বৃষ্টির কারণে ভ্রমণে সমস্যা হচ্ছে অনেকের। তাই এবার নতুন অভিজ্ঞতা, চিতার দেশে সাফারি। সেরিংগেটি, মাসাইমারা নয়, ঘরের কাছেই এই সুযোগ। কুনো জাতীয় উদ্যান। ভারতে চিতাদের ঘর।
২০২২ সালে নামিবিয়া থেকে প্রথম ৮টি চিতা এসেছিল কুনোয়। প্রধানমন্ত্রী নিজে খাঁচা খুলে তাঁদের মুক্ত করেছিলেন জঙ্গলে। পরে দক্ষিণ আফ্রিকা থেকেও চিতা আনা হয়। কিছু চিতা মারা গেলেও, কুনোতেই জন্মেছে ১৬টি নতুন চিতা। বর্তমানে উদ্যানে রয়েছে ২৪টি চিতা।
চিতা আগমনের তিন বছর পর, এবারই প্রথম সাধারণ পর্যটকদের জন্য খুলে গেল সাফারি। বন দফতর জানিয়েছে, ১ অক্টোবর থেকে সাফারি চালু হয়েছে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময় চিতা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত।
প্রতিদিন সকাল ৬টায় মর্নিং সাফারি এবং বিকেল ৩টেয় ইভনিং সাফারি আয়োজন করা হচ্ছে। প্রতিটি সাফারির সময়সীমা ২ থেকে ৩ ঘণ্টা। সাফারির নির্দিষ্ট এলাকায় এখন রয়েছে ১৫টি চিতা।
উদ্যানে প্রবেশের জন্য রয়েছে ৩টি গেট—টিকটোলি, আহেরা ও পিপলবাওড়ি।
টিকটোলি গেট দিয়ে ঢুকলে সরকারি জিপসিতে চড়তে হবে। মোট ৬টি জিপসি রয়েছে, প্রতি গাড়িতে সর্বাধিক ৬ জন যেতে পারবেন। টিকিট মূল্য ₹৪,৫০০।
আহেরা ও পিপলবাওড়ি গেট দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে, তবে সরকারি গাইড বাধ্যতামূলক। টিকিট ₹১,২০০।বুকিং করা যাবে মধ্যপ্রদেশ সরকারের বন দফতরের ওয়েবসাইটে।
কীভাবে যাবেন?
কলকাতা থেকে ট্রেন বা প্লেনে গোয়ালিয়র, সেখান থেকে ট্যাক্সিতে সরাসরি পৌঁছে যাবেন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। এখানেই ভারতের একমাত্র চিতা সাফারি।
এর আগে ভারতে কখনও চিতা সাফারির সুযোগ ছিল না। এখন প্রথমবার, খোলা জঙ্গলে, চিড়িয়াখানার বাইরে সাধারণ মানুষ দেখতে পাবেন চিতার রাজত্ব, কুনো জাতীয় উদ্যানে।

