Viral Video: নিজের বিয়েতে ক্যামেরা হাতে বউয়ের ছবি তুলল বর!

Viral Video: নিজের বিয়েতে ক্যামেরা হাতে বউয়ের ছবি তুলল বর!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 06, 2023 | 3:33 PM

বর ও কনের দুর্দান্ত মুহূর্তগুলি নিখুঁত ভাবে ক্যাপচার করে সারা জীবনের জন্য স্মৃতি তৈরি করেন ওয়েডিং ফটোগ্রাফাররা। ওয়েডিং ফটোগ্রাফার যদি বিয়ের পিঁড়িতে বসেন,তাহলে তাঁর সঙ্গীর ছবি কে তুলবেন?

এক ওয়েডিং ফটোগ্রাফারের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। বর ও কনের দুর্দান্ত মুহূর্তগুলি নিখুঁত ভাবে ক্যাপচার করে সারা জীবনের জন্য স্মৃতি তৈরি করেন ওয়েডিং ফটোগ্রাফাররা। ওয়েডিং ফটোগ্রাফার যদি বিয়ের পিঁড়িতে বসেন,তাহলে তাঁর সঙ্গীর ছবি কে তুলবেন? এই বাঙালি ফটোগ্রাফার নিজের হাতেই ক্যামেরা তুলে নিলেন। পাত্র তথা ফটোগ্রাফারের নাম অয়ন সেন। হবু বউ প্রিয়ার গলায় যখন তিনি মালা পরাবেন বলে ঠিক করেছিলেন। সঙ্গে এ-ও ঠিক করেছিলেন ক্যামেরাটাও নিজের হাতে তুলে নেবেন। তাই তাঁকে দেখা গেল,ক্যামেরা নিয়ে মোবাইলের আলো দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে তিনি তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীর ছবি তুলছেন। এই ভিডিয়োই নেটপাড়ার মানুষজনের মন কেড়ে নিয়েছে। তা দেখার পর তাই বহু মানুষ কমেন্টে ‘Aww’ লিখেছেন। একাধিক মানুষই এই মন্তব্য করেছেন। Scylen Photo-Graphics নামক একটি পেজের শেয়ার করা এই ভিডিয়ো এখন নেটপাড়ায় ব্যাপক ভাবে ভাইরাল। ইনস্টাগ্রামে প্রায় ৩.২ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। আড়াই লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। কেউ কেউ আবার এ-ও বলেছেন,ভিডিয়োর সঙ্গে তাঁরাও অনেক মিল খুঁজে পেয়েছেন।