Richest Barber Of Karnataka: নাপিতের সংগ্রহে ৪০০টি দামি গাড়ি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 3:45 PM

একটা সময়ে খবরের কাগজ ফেরি করতেন। তারপর চুল কাটার সেলুন। আজ তাঁর কাছেই রয়েছে ৪০০ টিরও বেশি ঝাঁ চকচকে, বিলাসবহুল গাড়ি। কর্নাটকের রমেশ বাবুর সংগ্রহে বেন্টলে থেকে মার্সিডিজ বেঞ্জ কী নেই।

একটা সময়ে খবরের কাগজ ফেরি করতেন। তারপর চুল কাটার সেলুন। আজ তাঁর কাছেই রয়েছে ৪০০ টিরও বেশি ঝাঁ চকচকে, বিলাসবহুল গাড়ি। কর্নাটকের রমেশ বাবুর সংগ্রহে বেন্টলে থেকে মার্সিডিজ বেঞ্জ কী নেই। আছে রোলস রয়েস ঘোস্টও। শুধু তাই নয় তার কেনা গাড়িতে চড়েন শচীন তেন্ডুলকর, ঐশ্বর্য রাই, আমির খান থেকে অমিতাভ বচ্চন। মাত্র ৭ বছর বয়সে বাবাকে হারিয়ে সেলুনে হাতেখড়ি রমেশের।

তার সঙ্গে শুরু বাড়ি বাড়ি খবরের কাগজ ফেরি। ১৯৮০ তে তৈরি করেন নিজের সেলুন। চুল কাটতে নিতেন ৭৫ টাকা। তারপরে শুরু হয় তাঁর গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা। রমেশ বাবুর ট্যুর এন্ড ট্রাভেলস ব্যবসার পথ চলা শুরু একটি মারুতি ওমনি গাড়ি দিয়ে। তারপর সেটাই হয়ে ওঠে বেঙ্গালুরু প্রথম কোম্পানি যারা ভাড়া দিত মার্সিডিজ বেঞ্জ। এখন তাঁর কাছে আছে ৩ কোটির রয়েস ঘোস্ট, ২.৬ কোটির Mercedes Maybach S600. আছে বেন্টলে, ল্যান্ড রোভার, জাগুয়ার ও বিএমডব্লিউ। মুকেশ আম্বানির গাড়ির সংখ্যা ১৬৮টি। গৌতম আদানির গাড়ি আছে ১০টি।
সেখানে এই একদা নরসুন্দরের গাড়ির কালেকশন তাক লাগায়।